Read more
ফযরের সময় হলে ঘুমটা আরো জোরালো হয় । সারারাত ঘুম হয়নি বা রাত ১/২ টা এর পর ঘুমিয়েছি । ফজরের এই সময়টা যেনো ঘুমের জন্য পারফেক্ট । কেমন একটা ঠান্ডা ঠান্ডা সময় খুব একটা গরম না আবার কনকনে শীত ।
এভাবেই আমাদের প্রতিনিয়ত দিনগুলো কেটে যাচ্ছে । আমরা আমাদের রবের আদেশ প্রতিনিয়ত অমান্য করেই যাচ্ছি ।
অনেকেই তো নামাজ পরই কিন্তু জামাতে না গিয়ে বাড়িতে । হায় আমরা হয়তো সবাই এই হাদীস জানি যেখানে নবী মুহাম্মদ সা ইচ্ছা প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি সহ তার ঘর জ্বালিয়ে দিতে যে জামাতে নামাজ আদায় করে না ।
এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে ফজরের নামাজকে অবহেলা করে।
আমরা নানান বাহানা খুঁজছি নামাজ না পরার জন্য ।
হায় আমরা যদি জানতাম ফজরের নামাজের পুরস্কার , তাহলে হয়তো আমরা আর কখনো মিস দিতাম না ।
অথবা আমরা যদি ফজরের নামাজ না পরার শাস্তি সমুহ সম্পর্কে অবগত হতাম আমরা হয়তো একটা বারের জন্য ফজরের নামাজ না পরার কথা চিন্তা করতাম না ।
ফজরের নামাজে রয়েছে বেশ ফযীলত সেগুলো মুমিন বান্দাদের করবে অনুপ্রাণিত। রয়েছে অনেক অনেক আমল ।
বইটিতে খুব সুন্দর করে পথককে ফজরের নামাজের পুরস্কার, শাস্তি , ফযীলত , আমল সম্পর্কে অবগত করা হয়েছে ।লেখক অনেক সময় এখানে বেশ কিছু দৃশ্যপট ব্যবহার করেছে বিষয়টি সুস্পষ্ট ভাবে বুঝাতে।
আলহমদুলিল্লাহ আশা করি আমার দ্বীনি ভাইয়েরা বইটির পরে অনেক উপকৃত হবেন।




0 Reviews