Read more
বইঃ বিবাহ পাঠ
মূল লেখকঃশায়খ মাহমুদ আল মিশরী।
অনুবাদকঃডাঃ শামসুল আরেফিন
প্রকাশনীঃমাকতালাবুত আসলাফ
মূল্যঃ২৪১ টাকা
পৃষ্টাঃ১৫৮ টি
পাঠ প্রতিক্রিয়াঃ এফ বিন আর
বিবাহ শুধু একটি নাম মাত্র দাম্পত্য জীবন নয় এটা একটা বিধান।মহামহিয়াম রব ও রাসুলের নির্দেশ।পিতামাতা হিসাবে আপনার সন্তানের বিবাহ নিয়ে বিধান কতটুকু তা বইটতে পাবেন। সন্তান হিসাবে আপনার বিবাহের গুরুত্ব তৎপর্য কতটুকু বইটিতে পাবেন।
বিবাহতে কন্যার / পুত্রের কতটুকু দায়িত্ব কর্তব্য ও করনীয় বইটিতে পাবেন।
বিবাহের সাজসজ্জা, খরচ,মোহরানা,বাসর,পাত্র/পাত্রি নির্বাচন, সবকিছুই কোরান সুন্নাহের আলোকে সমাধান পাবেন।
সমাজে বিদাআতী,শিরকমূলক যে প্রচলন চলছে বিবাহ নিয়ে সে বিষয় সম্পর্কে স্পষ্ট সুন্নাহের সহীহ সমাধান পাবেন।
বিবাহ নিজ গোত্রে বিবাহ করার কূফল আর ভিন্ন গোত্রে বিবাহ করার সুফল সম্পর্কে জানতে বইটি পরতে পারেন।
কুমারি কন্যাকে বিবাহের রোমান্টিক উপকারিতা জানতে বইটি পড়ুন।
একজন নারী,একজন পুরুষ কেন বন্ধ্যাত্ব(সন্তানহীন) হয়।এবং তা থেকে সমাধানের মেডিকেল পরামর্শ পাবেন বইটিতে।
একজি সংসার কি কারণে ভেঙে যায়।এবং সংকটপূর্ণ সংসার জীবনের অসহায়দের সুস্থ সংসার পেতে কার্যকারী পরামর্শ বইটিতে পাবেন।
জান্নাতি নারী-পুরুষের বিবারণ বইটিতে পাবেন।
দাম্পত্য জীবনে স্ত্রীর ইবাদতের করনীয়,বিধান বইটিতে পাবেন।
পাত্র, পাত্রীর দোষ গুলো একে অপরের জানানো,নাজানানোর বিধান বইটিতে পাবেন।
কোন ধরণের নারী/পুরুষকে বিবাহ করা মাসনূন নয় তা জানতে বিবাহ পাঠ বইটি পড়তে পারেন।
একজন মা হিসাবে আপনার মর্যদা দায়িত্ব কতটুকু বইটিতে পাবেন।
অতীত পুণ্যবতী নারীদের দৃষ্টান্ত বইটিতে পাবেন,সেভাবে নিজেকে গড়তে চাইলে বইটি পড়ুন।
তদানীন্তন নেককার নারীদের জ্ঞান,বিদ্যার নমুন কতটুকু তা জানতে বইটি পড়ুন।
ইসলামী সমাজ বিনির্মানে নারীদের ভূমিকা কতটুকু তা জানতে বইটি পড়ুন।
ধৈর্যশীল দিনদার নারীদের জীবনাচরণ জানতে বইটি পড়তে পারেন।
পাত্র/পাত্রী পরস্পরকে দেখার বিধান বইটিতে পাবেন।
একটা জীবনের বেসেলর দুটি জীবনের শেষ রাত ও দাম্পত্য জীবনের প্রথম রাত্রের নাজানা কিছু পরামর্শ যা যানা একান্ত প্রয়োজন।
সর্বশেষ তালাক।তালাকের বিধান জানতে সুন্দর স্পষ্ট সহীহ পরামর্শ পাবেন বইটিতে।
এ যেন একটি বই নয়,যেন একটি পরিপূর্ণ দ্বিনের সুত্র।
একেকটি বই একেকটি প্রস্ফুটিত আত্না
রিভিও লেখক
বই রূহের খোরাক জোগায়




0 Reviews