ডাবল স্ট্যান্ডার্ড ২.০ - ডা. শামসুল আরেফীন

ডাবল স্ট্যান্ডার্ড ২.০ - ডা. শামসুল আরেফীন

Size
Price:

Read more

 বই:-ডাবল স্ট্যান্ডার্ড ২.০

লেখক:-ডা. শামসুল আরেফীন
সম্পাদক :- আসিফ আদনান
শারঈ সম্পাদক :-আবদুল্লাহ আল মাসউদ
প্রকাশনা :- সমর্পণ প্রকাশন
ধরন:- ইসলামি আদর্শ ও মতবাদ
মূল্য:- ৩৯২৳
পৃষ্ঠা সংখ্যা :-২৯৬
ব্যক্তিগত রেটিং :-৯.৮০/১০.০০
চারদিকে যেখানেই চোখ যায় যেন অন্ধকার আর নানান সমস্যা জর্জরিত।জব,ব্যবসা-বানিজ্য,বিবাহবিচ্ছেদ,মাদকাসক্ত,
হতাশা,সুইসাইড ইত্যাদি।এই যেন এক নস্ট হয়ে যাওয়া পৃথিবীতে বেড়ে উঠছি আমরা। কিন্তু কারা করলো এই নস্ট !
সকাল পূর্ব আকাশে সূর্য উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায়।নস্ট তো আমরাই করলাম, সবই আমাদের হাতের কামাই।
এখানে আপনি কাকে দোষ দিবেন!নারী নাকি পুরুষ?আমার তো মনে হয় আমাদের মুসলিম পুরুষদের কিছু দোষ আছে।
এই বইটি মূলত নারীর স্বাধীনতা,সমান অধিকার নামে মিথ্যা বুলি শুনানো হয় তাদের নিয়েই মূলত বইটি।আলোচনা করা যাক........




পুরুষের চেয়ে নারীর ৯% ছোটো,মস্তিষ্কের আয়তন ১১% কম,লিভার ১২% কম,কিডনি ১৬% কম, ফুসফুস দুটো ২০% কম। পুরুষের হাড়ের ওজন ৫০% বেশি।
(American physiological society)
ইসলাম বলে নারীদের সম্মান বেশি।আর আমরা সমান করানোর জন্য গলা ফাটাই। এই কেমন স্বাধীনতা ?এই কথা বললেই একদল আবার বলবে মধ্যযুগীয় বর্বর, আমরা নারী নাকি নারীদের গৃহ বন্ধি করে রাখতে চাচ্ছি। ইসলাম নাকি অমানবিক, ব্যাকডেইটেড,অমানুষিক আখ্যা দেয়া হয়।
আপনি যাদের আখ্যা দেয়া স্বাধীনতা নিয়ে গলা ফাটান সপ্তম শতাব্দীর দিকে একটু তাকান তাদের সেই সময়ে কতোজন বিখ্যাত মহীয়সি ছিলো?
যারা রাষ্ট্র, সমাজ,আইন শাস্ত্রে,বিজ্ঞানে মুসলিম সমাজে যারা অবদান রেখেছিলেন তাদের আপনি চিনেন না।উম্মুল হায়া উমাহা,হানী বিনতে নুরুউদ্দিন, আল তারাবী এই রকম বিখ্যাত ৭০০ মহীয়সি ছিলো।আমাদের তাদের ইতিহাস পাঠ করানো হয় না।তাহলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।
পশ্চিমা সভ্যতা যখন নারীর স্বাধীনতা কথা বলে অভিধান অর্থ থাকে না।স্বাধীনতা এক প্রকার মূলো।যা দেখতে সুন্দর খেতে বিশ্বাস ,যার শেষ গোলামী।
আধুনিকতার নামে আমরা যেই ইউরোপ দেখি তা কি নারী সম্পদ দিয়ে হয়েছে ?নাকি উপনিবেশের রক্ত চুষে এখন জ্ঞান দিতে এসেছে।
নারী সম্মান সবসময়ই বেশী ।কখনোই পুরুষের সমান নয়।সভ্যতার অতল গহ্বরে হারিয়ে যাওয়ার আগে আপনি আপনার সম্মান টুকু বুঝতে শিখেন। এই প্রার্থনা করি।
যুগের হুবালে যারা ঘা বাসিয়ে হারিয়ে যান তারা পড়তে পারেন এই বইটি ।অনেক বেশী তথ্যবহুল।একটি বই পড়তে অনেক গুলো নতুন বই লেখক এর কথা জানতে পারলাম। যা মেধা বিকাশে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু তথ্য আমার ব্যক্তিগত ভাবে একটু খটকা লাগে যদি লেখক পর্যন্ত আমার এই লিখা পৌছায় তাহলে অবশ্যই তা লেখকে বললো ।
বই নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার এখনও হয়নি, তবুও বলি যদি বইয়ের দাম গুলো কম হলে হয়তো প্রিয় মানুষদের উপহার হিসেবে দেয়া যেতো।আর লেখকের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াৎ বাড়িয়ে দেন এবং ইসলামের জন্য এই রকম কাজ আরও যেতে পারেন।
(আমিন)
ইসলাম যে আইন, নিয়মাবলী, সমাজ ব্যবস্থা,শিক্ষা ব্যবস্থা, খিলাফত, অর্থনীতি ইত্যাদি আমরা যেই স্বপ্ন দেখি তা যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দেন আমাদের সকলের।
(আমিন)
জীবন-নদী।এক ঘাট থেকে অনেক নৌকায়ই সওয়ার হয়।খানিক চলার পর খরস্রোতা জীবনের তরঙ্গভঙ্গে একজন আলাদা হয়ে নতুন নৌকায় চড়ে বসে।ঘাটে ঘাটে সময়ের কুড়িতে সওদা চলে।সময়ের দামে কোন কোন সম্পদ, কেউ খ্যাতি,ক্ষমতার আবার কেউ পরকালের কুচকো ভরে।কেউবা কিছু না-নিস্ফলা মাঠের কৃষক। কোন এক ঘাটে দেখা হয়ে যায় পুরানো সহযাত্রী সাথে। কেউবা চলে যায় ঐ পার। আপনার ঐ পাড়ি জমানো আসবাবপত্র গোছানো আপনার দায়িত্ব। কেউ আর তখন হিসেব দিবে না ।আপনি ই দিবেন।মানা না মানা আপনারাই একান্তই ব্যক্তিগত। সময় আছে এখনও প্রত্যাবর্তন হন বেলা ফুরাবার আগে।

0 Reviews

Contact form

Name

Email *

Message *