কাঠগড়া (কষ্টিপাথর-৩) - ডা. শামসুল আরেফীন

কাঠগড়া (কষ্টিপাথর-৩) - ডা. শামসুল আরেফীন

Size
Price:

Read more

 সব নবিকে নিজের দাবির সত্যতা প্রমাণের জন্য ‘মু'জিযা’ দিয়েছিলেন আল্লাহ তাআলা। কোনাে ফটোকপি গ্রহণযােগ্য হয়, যদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা সত্যায়িত করে দেন যে, এটা অরিজিনালটারই ফটোকপি, আমি স্বাক্ষরকারী অরিজিনালটা দেখেছি।


তেমনি নবিদের গ্রহণযােগ্যতার জন্য, পাবলিকের সন্দেহ-সংশয় নিরসনের জন্য দেওয়া হতাে মু'জিযা, যে ইনিই আল্লাহর সত্যায়িত বার্তাবাহক। সত্যসন্ধানীরা আল্লাহর তাওফীকে চট করে বুঝে যেত, যে ইনিই নবি। যেমন মূসা (আলাইহিস সালাম)-এর আজদাহা সাপটা যখন জাদুকরদের ভাঁওতাবাজিগুলােকে গিলে নিল, জাদুকররা সাথে সাথে বুঝে নিল ঘটনা কী।


আর হতভাগারা তা বুঝেও হঠকারিতা করত। মু'জিযা দেখার পরও সেই মু'জিযার বস্তুবাদী ব্যাখ্যা দাঁড় করাতাে; নবিকে বলত কবি-জাদুকর-পাগল-জিনে পাওয়া।





নবিরা বলতেন, এই দেখাে, এই আমার মু'জিযা, এই অলৌকিক ক্ষমতা আমার নিজের না; আমি আল্লাহর প্রেরিত সত্য নবি।
আর মানুষের কথা ছিল, আপনি নবি ছাড়া আর সবকিছু, প্লিজ বইলেন না আপনি নবি। আপনি নবি-কেবল এইটুকু আমরা শুনতে চাই না, জানতেও চাই না।

নবি মেনে নিলেই আপনার আল্লাহকে মেনে নিতে হবে, আইন-কানুন মানতে হবে, আপনার বংশীয় শ্রেষ্ঠত্ব মেনে নিতে হবে, জুলুম-অত্যাচারের যে ব্যবস্থাপনা আমরা সাজিয়েছি, সেটা ত্যাগ করে আয়েশ-খ্যাতি-ভােগের জীবন বিসর্জন দিতে হবে। সুতরাং 'আপনি নবি', এইটুকু ছাড়া আর যা বলবেন মেনে নেবাে।
কাঠগড়া (কষ্টিপাথর-৩)
লেখক : ডা. শামসুল আরেফীন
প্রকাশনী : সমর্পণ প্রকাশন
বিষয় : অন্ধকার থেকে আলোতে, সুন্নাত ও শিষ্টাচার
পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক
সম্পাদনা: ডা. রাফান আহমেদ


0 Reviews

Contact form

Name

Email *

Message *