Read more
কুররাতু আইয়ুন ২
ডা.শামসুল আরেফীন
------------------------------------
"কুররাতু আইয়ুন ২-যে জীবন জুড়ায় মনন" বইটি মূলত জীবনঘন নিত্যদিনের একটি সিলেবাস।
জীবন তো এক বিক্ষুদ্ধ সাগর।উত্থান- পতনের প্যারাডক্সসংকুল এক যাত্রা। পজেটিভ নেগেটিভ অনুভূতির মিশেলে এক পুঁতির মালা।
পজেটিভ ফিলিংস গুলো আমাদের সতেজ করে আর নেগেটিভ ফিলিংস গুলো আমাদের দমিয়ে দেয়।তাই জীবন হওয়া উচিত ভারসাম্যপূর্ণ।আর যা কেবল আল্লাহর কাছে প্রত্যাবর্তনের মাধ্যমেই সম্ভব। তবেই দুনিয়ার জীবনেও মিলবে কুররাতু আইয়ুন।ইনশাআল্লাহ।
গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ:
---------------------------------
বইটি মূলত ভূমিকা সহ সর্বমোট ১৩ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। আর প্রতিটি ট্রপিকই জীবনঘন, যা আমরা অনেকেই এড়িয়ে চলি।কিন্তু না,এগুলো এড়িয়ে চলার বিষয় নয়।এগুলো জীবনেরই অংশ,জীবনেরই অধ্যায় এবং গুলোকে বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন কখনোই হতে পারে না।বইয়ের মধ্যে আলোচনা করা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছি —
(১)ইসলামে নারী সমাজের ভূমিকা।
(২)সন্তানের যৌন শিক্ষা
(৩)পর্ণগ্রফি ও এর ভয়াবহতা এবং মুক্তির উপায়
(৪)ডাক্তার এবং রোগী রহস্য [অনেক কিছু শেখার এবং
জানার আছে ]
(৫)দাওয়া এবং দাওয়ার গুরুত্ব।
ডা.শামসুল আরেফীন স্যারের বইগুলো ভালো লাগার একটি বিশেষ কারণ হলো আল-কুরআন, হাদিস এবং বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করা এবং প্রচুর ইনফরমেশন থাকে;বিশেষ করে পরিসংখ্যান। যুক্তি সংগত ভাবে প্রত্যেকটা তথ্য উপাত্তের বিশ্লেষণ তিনি করেন।পড়লে মনে হয় তিনি একজন জাত লেখক। তার লেখালেখি এবং কর্মজীবনের জন্য দোয়া করি।পরিশেষে একটাই কথা, বইটি অসাধারণ সুন্দর আলহামদুলিল্লাহ।
বই সম্পর্কে বিস্তারিত তথ্য :
----------------------------------------
বই:কুররাতু আইয়ুন ২
লেখক:ডা.শামসুল আরেফীন
প্রকাশনী:মাকতাবাতুল আসলাফ
মূল্য :২৪৭ টাকা




0 Reviews